শিল্পে গ্যাসের নতুন দরের ঘোষণা আজ
শিল্পখাতে গ্যাসের নতুন মূল্যহার আজ রোববার (১৩ এপ্রিল) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পেট্রোবাংলার মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর ভিত্তি করে বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হবে।
বিইআরসির তথ্যমতে, বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩০ টাকা বিল পরিশোধ করছে। এই মূল্যহার বিদ্যমান শিল্প গ্রাহকদের জন্য অপরিবর্তিত রাখা হতে পারে। তবে নতুন সংযোগপ্রাপ্ত শিল্প গ্রাহকদের জন্য গ্যাসের দাম ৪০ থেকে ৪৫ টাকা পর্যন্ত নির্ধারণ করা হতে পারে।


পেট্রোবাংলা প্রস্তাব করেছে, নতুন এবং প্রতিশ্রুত (ইতোমধ্যে অনুমোদিত) গ্রাহকদের জন্য গ্যাসের দাম বাড়ানো হোক। প্রস্তাব অনুযায়ী, প্রতিশ্রুত গ্রাহকদের জন্য অর্ধেক গ্যাস সরবরাহ হবে বিদ্যমান দরে এবং বাকি অর্ধেক ৭৫.৭২ টাকা হারে। এছাড়া নতুন শিল্প ও ক্যাপটিভ গ্রাহকদের জন্য গ্যাসের মূল্য ৩০ ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি এই প্রস্তাবের ওপর শুনানি গ্রহণ করে বিইআরসি। পেট্রোবাংলা শুনানিতে জানায়, প্রস্তাবিত মূল্য বৃদ্ধি না হলে তাদের বার্ষিক ঘাটতি প্রায় ১৬ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।
তবে পেট্রোবাংলার এই প্রস্তাব নিয়ে ব্যবসায়ী মহলে ব্যাপক সমালোচনা ওঠে। শুনানিতে ব্যবসায়ীরা শিল্পে দুই ধরনের দর নির্ধারণের প্রবল বিরোধিতা করেন। তাদের দাবি, বিদ্যমান ও নতুন শিল্প গ্রাহকদের মধ্যে গ্যাসের ভিন্ন দর কার্যকর হলে শিল্পখাতে অসাম্য ও অসম প্রতিযোগিতা তৈরি হবে।