বানারীপাড়ায় সন্ত্রাসী হামলায় কৃষক নেতা সাইফুল কাজী গুরুতর আহত

বরিশালের বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল কাজী (৪৬) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তাঁকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত সাইফুল কাজী স্থানীয় মৃত সোবাহান কাজীর ছেলে।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধের জেরে আওয়ামী লীগপন্থী একটি সন্ত্রাসী গোষ্ঠী সাইফুল কাজীকে হুমকি দিয়ে আসছিল। তারা তাকে রাজনীতি থেকে সরে দাঁড়াতে এবং এলাকা ছাড়তে বলেছিল। পূর্বের শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।

ঘটনার রাতে বাজার থেকে বাসায় ফেরার পথে প্রতিপক্ষের লোকজনের হাতে তিনি আক্রান্ত হন। অভিযোগে জানা গেছে, যুবলীগ নেতা কামাল বেপারী, শাহিন বেপারী, সোহেল বেপারী, মামুন, মাসুম, আল আমিন খান, সানি, হারুন, জলিল, মোর্শেদসহ ৮-১০ জন অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।

হামলায় সাইফুল কাজীর দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত সাইফুলকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Nagad

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।