ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান, ঘোষণাপত্র পাঠ
‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’—এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। শনিবার (১২ এপ্রিল) বিকেল ২টা ৪০ মিনিট থেকে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় শুরু হয় জনতার ঢল ও একযোগে স্লোগান। বিকেল সোয়া তিনটার দিকে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই গণজমায়েতে সভাপতিত্ব করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী আহমদ বিন ইউসুফ।


অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারী উপস্থিত জনতাকে শৃঙ্খলার সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় মাওলানা আজহারীর কণ্ঠে স্লোগানে সাড়া দিয়ে লাখো জনতা ফিলিস্তিনের পতাকা ওড়ান এবং একাত্মতা প্রকাশ করেন ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে।
বক্তারা বলেন, এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো বিশ্ববাসীর কাছে বার্তা পৌঁছে দেওয়া—ফিলিস্তিন একদিন স্বাধীন হবেই, থেমে যাবে গণহত্যা। দল-মত-ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়েছেন ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে।
এর আগে দুপুর দুইটার আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আশপাশের এলাকা—শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, দোয়েল চত্বর, গুলিস্তান, হাইকোর্ট প্রাঙ্গণ, রমনা পার্ক, মৎস্য ভবন মোড় ও নিউমার্কেট এলাকায়ও দেখা যায় বিশাল জনসমাগম। ঢাকার প্রাণকেন্দ্রে যেন ফুটে উঠেছে একখণ্ড প্রতীকী ফিলিস্তিন।
অনুষ্ঠানে ঘোষণা-পত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।