ফারুকী বললেন, ‘এই দানবের উপস্থিতি আরও অবশ্যম্ভাবী হয়ে উঠল’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র জন্য তৈরি করা ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। আগুনে মুখমণ্ডলটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে, তবে পাশে থাকা ‘শান্তির পায়রা’ মোটিফটি আংশিক পুড়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লিখেছেন, “হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। যারা এ কাজ করেছে—সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম—তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় যারা কাজ করছে, আমরা শুধু তাদের আইনের আওতায় আনবো না, বরং এবারের শোভাযাত্রাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবো। কাল রাতের ঘটনার পর বোঝা গেছে, উৎসবমুখর বাংলাদেশ এক থাকুক, সেটাও তারা চায় না।”

ফারুকী বলেন, “গত কয়েকদিন ধরে অনেকে বলছিলেন, এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ব্যতিক্রমধর্মী হচ্ছে। কেউ কেউ বলেছিলেন, ওই মুখাবয়ব রাখা উচিত হবে না। আমরাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম। কিন্তু গত রাতের ঘটনার পর, এই দানবের উপস্থিতি আরও অবশ্যম্ভাবী হয়ে উঠল।”

তিনি শেষ করেছেন এই বার্তায়—“জুলাই চলমান।”

Nagad