সিসকো’র ‘বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৪’ অ্যাওয়ার্ড জিতলো স্মার্ট

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫

সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্ক পার্টনার কনফ্লুয়েন্স ২০২৫-এ ‘বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৪’ পুরস্কার অর্জন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

শুক্রবার ( ১০ এপ্রিল) শ্রীলঙ্কার কলম্বোতে আয়োজিত এই মর্যাদাপূর্ণ আয়োজনে স্মার্ট টেকনোলজিসকে ২০২৪ অর্থবছরের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করে সিসকো।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের সিনিয়র জেনারেল ম্যানেজার (হেড অব এন্টারপ্রাইজ নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি সলিউশনস বিজনেস) মো. রুহুল আমিন খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসকো এশিয়া প্যাসিফিক, জাপান ও গ্রেটার চায়নার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ডেইভ ওয়েস্ট, সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্কের প্রেসিডেন্ট ডেইজি চিত্তিলাপিলি, পার্টনার অ্যান্ড আরটিএম সেলসের ব্যবস্থাপনা পরিচালক অশোক শিবশঙ্কর এবং পার্টনার সেলসের ভাইস প্রেসিডেন্ট কার্তিকা প্রিহাদি।

সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্ক পার্টনার কনফ্লুয়েন্স সিসকোর পার্টনার ইকোসিস্টেমের সফলতা উদযাপন, প্রযুক্তিগত অগ্রগতির ভাগাভাগি এবং সহযোগিতা বাড়ানোর অন্যতম বড় প্ল্যাটফর্ম। এবারের আয়োজনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম সিসকো কর্তৃপক্ষ, সিসকো বাংলাদেশের কর্মকর্তা, কর্পোরেট কাস্টমার এবং স্মার্টের পুরো টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Nagad

তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত অগ্রগতি ছাড়া কোনো বিকল্প নেই। স্মার্ট টেকনোলজিস পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তিপণ্য ও সেবা দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করা সম্ভব, যা ভবিষ্যতের আধুনিক বাংলাদেশের রূপকার হবে।