গরমে লোডশেডিং হলে প্রথমে রাজধানীতেই হবে: বিদ্যুৎ উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫

গ্রীষ্মে বিদ্যুৎ চাহিদা বেড়ে যাওয়ায় লোডশেডিং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে প্রথমে রাজধানীতেই লোডশেডিং শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে অনেক বিষয় কাজ করে। তাপমাত্রা বাড়লে বিদ্যুৎ চাহিদা বাড়বে, সেটাই স্বাভাবিক। তবে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ২৫ ডিগ্রি সেলসিয়াসে চালালে ১ থেকে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। কিন্তু অনেকেই তা মানছেন না। জনগণকে আরও সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, “বিদ্যুৎ বিভ্রাটের দুইটি কারণ থাকতে পারে। এক, উৎপাদন কম হলে লাইন বন্ধ করে দেওয়া হয়, যেটি লোডশেডিং। দুই, ঝড়-বৃষ্টির কারণে ফিউজ উড়ে যাওয়া বা ট্রান্সফরমার নষ্ট হলে সেটি বিভ্রাট হিসেবে বিবেচিত হয়।”

রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সফলতার জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “রমজানের মতো সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ হয়তো গ্রীষ্মে সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। গরমে শুধু গ্রামে নয়, ঢাকাতেও লোডশেডিং হবে। বরং প্রথমেই রাজধানীতে তা শুরু হবে, পরে অন্যান্য এলাকায়।”

Nagad