ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে সমস্যা দেখছে না বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তে বাংলাদেশ কোনো সমস্যাবোধ করছে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানোর ব্যবস্থা মঙ্গলবার বাতিল করে ভারত। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাণিজ্য উপদেষ্টা বলেন, “এটা আমাদের ওপর হঠাৎ করে আরোপিত হয়েছে। সাথে সাথেই আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করেছি। ইনশাআল্লাহ, এতে আমরা কোনো সমস্যাবোধ করছি না। নিজস্ব সক্ষমতা ও প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবো।”

তিনি জানান, সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে রপ্তানিতে কোনো বিঘ্ন না ঘটে।

কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন প্রশ্নে শেখ বশিরউদ্দীন বলেন, এই মুহূর্তে বিস্তারিত শেয়ার করবো না। তবে কাঠামোগত সমস্যা ও খরচজনিত প্রতিবন্ধকতা দূর করে সক্ষমতা বাড়ানোর কাজ চলছে।

ভারতের কাছে কোনো চিঠি দেওয়া হবে কি না—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই মুহূর্তে সে পরিকল্পনা নেই।

Nagad

ট্রান্সশিপমেন্ট সুবিধায় কত পণ্য রপ্তানি হতো জানতে চাইলে তিনি জানান, বাংলাদেশ থেকে ৪০-৫০ হাজার টন পণ্য সড়কপথে ভারতের দিল্লি ও কলকাতা বন্দরের মাধ্যমে ইউরোপীয় দেশগুলোতে যেত। আমরা আশা করছি, নিজস্ব পরিবহন সক্ষমতা বাড়িয়ে এ সংকট দ্রুত কাটিয়ে উঠবো।

যুক্তরাষ্ট্রের সাময়িক শুল্ক স্থগিত প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো হয়েছে। এতে আমাদের বাণিজ্যে স্থিতিশীলতা আসবে। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যে অনলাইন মিটিং হয়েছে। আমরা অচিরেই যুক্তরাষ্ট্র সফরে গিয়ে আমাদের অবস্থান তুলে ধরবো।

তিনি আরও বলেন, শুল্ক স্থগিত সাময়িক হলেও এর পেছনে যেসব প্রত্যাশা রয়েছে, তা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদে পরিকল্পনা করছি। মূল লক্ষ্য হচ্ছে—যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কীভাবে সমন্বয় করা যায়, সেই দিকেই নজর দেওয়া।