‘মব জাস্টিসকে পুলিশ আর ভয় পায় না, আইন হাতে তুললেই অ্যাকশন’

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

সংগৃহীত ছবি

মব জাস্টিসকে পুলিশ এখন আর ভয় পায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হুঁশিয়ার করে বলেন, কেউ আইন নিজের হাতে তুললেই পুলিশ তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সিলেট সফরকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের তুলনায় এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নয়ন হয়েছে। পুলিশ এখন মব জাস্টিসকে ভয় পায় না। কেউ আইন হাতে তুলে নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের ঘটনার সময় বহু গাড়ি, থানা পুড়েছে। এখনও তাদের কোনো গাড়ি সরবরাহ করা যায়নি। বাজেট বরাদ্দ পেলে এই ব্যবস্থার উন্নয়ন হবে। রোজার সময়ও আমরা দেখেছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে পুলিশ সদস্যদের থাকার ও খাওয়ার ক্ষেত্রে এখনও অনেক সীমাবদ্ধতা রয়েছে। মিডিয়ার দৃষ্টি এদিকেও দেওয়া প্রয়োজন।

ইসরায়েলবিরোধী বিক্ষোভের নামে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় যারা লুটপাট চালিয়েছে, তাদের বিষয়ে উপদেষ্টা বলেন, তাদের কোনো ছাড় দেওয়া হচ্ছে না। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। অপরাধীর পরিচয় যা-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হচ্ছে।

পুলিশের ভ্যান থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি জানান, এসব অপরাধীরাও আইনের আওতায় এসেছে। তবে অ্যাকশন নিতে কিছু ক্ষেত্রে বিলম্ব হয়, কারণ অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে।

Nagad

শেষে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে নতুন কোনো আপডেট নেই। তবে অফিসিয়ালি সব কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সুনামগঞ্জ ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।