নোয়াখালী খালসহ বিভিন্ন শাখা খালের পুনঃখননের দাবিতে মানববন্ধন

নোয়াখালী সংবাদদাতা:নোয়াখালী সংবাদদাতা:
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

নোয়াখালীর কবিরহাটে নোয়াখালী খালসহ বিভিন্ন শাখা খালের পুনঃখনন ও অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টায় কবিরহাট বাজারের জিরো পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যাতে সাধারণ মানুষসহ সর্বস্তরের স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান হাসান, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলাল হোসেন খোকন, যুবদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন, সদস্য সচিব আবদুল বাসেদ হিরণ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, নোয়াখালী খাল ও এর শাখা খালগুলো অব্যবস্থাপনা ও দখলের কারণে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে প্রতি বর্ষায় জলাবদ্ধতার দুর্ভোগে পড়ছে মানুষ। তারা দাবি করেন, বামনী নদীর মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাছের প্রকল্প করে খাল দখল করায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, “গত বছর খাল দখলমুক্তির দাবিতে আন্দোলনে একজন নিহত হন। এবারও যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। প্রয়োজনে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর ঘেরাও করা হবে।”

তারা সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে জনগণ আর বসে থাকবে না।

Nagad