প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের পরিকল্পনার কথা জানাল বিডা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

চৌধুরী আশিক বলেন, নীতিগতভাবে আমরা মনে করি, প্রযুক্তিগত উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা খাতে কিছু কাজ করা জরুরি। সেদিক থেকে সরকারও এ খাতে বিনিয়োগে আগ্রহী।

তিনি আরও জানান, শিল্পায়ন, উদ্ভাবন ও দেশীয় প্রযুক্তির বিকাশে প্রতিরক্ষা শিল্পকে এক সম্ভাবনাময় খাত হিসেবে দেখা হচ্ছে।