এবার ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার
চলতি বছরের বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহে সরকারের নতুন দাম ঘোষণা করা হয়েছে। সরকার ৩৬ টাকা কেজি দরে ৩ লাখ ৫০ হাজার টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১৪ লাখ টন চাল সংগ্রহ করবে। এছাড়া, গমের দামও ৩৬ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


আগামী ২৪ এপ্রিল থেকে সারাদেশে বোরো মৌসুমের ধান-চাল কেনা কার্যক্রম শুরু হবে এবং এটি ৩১ আগস্ট পর্যন্ত চলবে। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, ধান ও চাল সংগ্রহের জন্য কৃষকদের লাভের কথা মাথায় রেখে দাম নির্ধারণ করা হয়েছে। গত বছর বোরো মৌসুমে ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তবে এই বছর আরো বেশি উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
এই সংগ্রহ অভিযান উত্তরবঙ্গের কিছু অঞ্চলে দেরিতে শুরু হলেও, পহেলা বৈশাখ থেকে দেশের অন্যান্য অঞ্চলে পুরোদমে শুরু হবে।
প্রসঙ্গত, গত বছর বোরো মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল এবং এক লাখ টন আতপ চালসহ ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রতি কেজি বোরো ধান ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা দরে কেনে সরকার।