সৌদি কোম্পানির সঙ্গে একীভূত হয়ে বিপুল অঙ্কের বিনিয়োগ পাচ্ছে শপআপ

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

বাংলাদেশের শীর্ষস্থানীয় বিজনেস-টু-বিজনেস (বিটুবি) স্টার্টআপ কোম্পানি শপআপ সৌদি আরবভিত্তিক প্রযুক্তিনির্ভর সরবরাহকারী প্রতিষ্ঠান স্যারি-এর সঙ্গে একীভূত হয়ে গঠন করেছে নতুন একটি গ্রুপ— সিল্ক গ্রুপ। এই একীভূতকরণের পরপরই প্রতিষ্ঠানটি পেয়েছে ১১০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩৪২ কোটি টাকা) বিনিয়োগ।

বুধবার (৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই বিনিয়োগের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরবের সার্বভৌম তহবিলের ভেঞ্চার ক্যাপিটাল শাখা সানাবিল ইনভেস্টমেন্টস এবং পিটার থিয়েল-এর ভ্যালার ভেঞ্চারস। এছাড়া কাতার ডেভেলপমেন্ট ব্যাংকসহ একাধিক আন্তর্জাতিক বিনিয়োগকারীও এতে অংশ নিয়েছে।

নতুনভাবে গঠিত সিল্ক গ্রুপ মূলত উপসাগরীয় অঞ্চল ও এশিয়ার উদীয়মান অর্থনীতির বাজারকে লক্ষ্য করে কার্যক্রম পরিচালনা করবে। তবে শপআপ ও স্যারি নিজ নিজ অঞ্চলে নিজস্ব ব্র্যান্ড নামেই ব্যবসা চালিয়ে যাবে, এবং এই দুই প্রতিষ্ঠানের মূল মালিকানায় থাকবে সিল্ক গ্রুপ।

সিল্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান বলেন, “আমরা মনে করি আইপিও-এর ক্ষেত্রে উপসাগরীয় বাজার খুবই রোমাঞ্চকর—বিশেষ করে সৌদি বাজার। ২০২৭ সালের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য রয়েছে আমাদের।”

তিনি আরও জানান, শুধু সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে তাদের।

Nagad

এদিকে সিল্ক গ্রুপের অর্থায়ন শাখা সিল্ক ফাইন্যান্সিয়াল-এর সিইও মোহাম্মদ আলদোসারী বলেন, “আগামী ছয় মাস আমরা গ্রুপ পর্যায়ে লক্ষ্য অর্জনের দিকে মনোযোগী থাকব। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত বিস্তৃত শুল্ক সিল্কের জন্য একটি সুযোগ তৈরি করেছে, কারণ রপ্তানিকারকরা নতুন বাজারের সন্ধান করছেন।”

এই একীভূতকরণ এবং বিপুল বিনিয়োগ বাংলাদেশের স্টার্টআপ খাতের জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।