আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, “সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ৫ হাজার ২০০ জন হজযাত্রীর যাবতীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মিনায় ও আরাফায় তাঁবু বরাদ্দ, ক্যাটারিং সার্ভিস কোম্পানি, হোটেল এবং পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এখন কেবল ভিসা প্রক্রিয়া চলছে, যা দ্রুতই সম্পন্ন হবে বলে আশা করছি। ইনশাআল্লাহ ২৯ এপ্রিল থেকে নির্ধারিত ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব রওনা হবেন।”

তিনি জানান, এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। সৌদি সরকারের নির্ধারিত ন্যূনতম হজযাত্রী সীমার কারণে ৭৫৩টি এজেন্সির হজযাত্রীদের মধ্যে ৭০টি লিড এজেন্সির মাধ্যমে হজ সম্পন্ন হবে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “মন্ত্রণালয়ের কঠোর তদারকি এবং মনিটরিংয়ের কারণে নির্ধারিত সময়ের মধ্যেই বেসরকারি এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু বরাদ্দ ও ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।”

তিনি জানান, সৌদি সরকার এ বছর বাড়িভাড়া ও পরিবহন চুক্তির সময়সীমা ২৫ মার্চ ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে এবং এ বিষয়ে কড়া সতর্কবার্তাও দিয়েছে।

Nagad