‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে হুমকি: ড্যাফোডিলের সেই শিক্ষিকা বরখাস্ত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাসে না গেলে শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেওয়া প্রভাষক তাহমিনা রহমানকে বরখাস্ত করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
সোমবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান রাজু। তিনি জানান, “তাহমিনা রহমানকে তাৎক্ষণিক সিদ্ধান্তে প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে।”


তাহমিনা রহমান ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, গাজায় চলমান ইসরায়েলি বর্বর হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী ঘোষিত ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে ড্যাফোডিলসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দেয়। এ প্রেক্ষিতে তাহমিনা রহমান শিক্ষার্থীদের হুঁশিয়ার করে বলেন, ক্লাসে না এলে ডাবল অ্যাবসেন্ট দেওয়া হবে। পরে তার এ বক্তব্যের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
পরবর্তীতে রোববার (৬ এপ্রিল) দিনগত রাতে তাহমিনা রহমান ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান। তবে বিতর্ক ও সমালোচনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।