দল নিবন্ধন ও আচরণ বিধি নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে রাজনৈতিক দলের নিবন্ধন ও আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রমসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে।


রোববার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বৈঠকের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কার্যক্রমও অন্তর্ভুক্ত রয়েছে।
বৈঠকে অংশগ্রহণকারীরা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য দলীয় নিবন্ধন ও আচরণবিধি মানা নিশ্চিত করতে করণীয়গুলো নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।