ঈদে সড়ক দুর্ঘটনায় ৩২% আহত ব্যাটারিচালিত রিকশায়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫

ঈদের ছুটির চার দিনে দেশের বড় ১০টি সরকারি হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া রোগীদের মধ্যে ৩২.১০% মানুষ ব্যাটারিচালিত অটোরিকশার দুর্ঘটনায় আহত হয়েছেন। গত ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনার ৫১.৩৬% ছিল মোটরসাইকেলের কারণে, তবে এবার মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রায় সমান ছিল।

রোড সেফটি ফাউন্ডেশনের গত বছরের প্রতিবেদন অনুযায়ী, গত কোরবানির ঈদের পর ব্যাটারিচালিত অটোরিকশার দুর্ঘটনার কোনো তথ্য ছিল না, তবে এবার বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন হাসপাতাল দুর্ঘটনার কারণ হিসেবে এখন অটোরিকশার তথ্যও সংরক্ষণ করছে।

ঈদের ছুটিতে (৩০ মার্চ থেকে ২ এপ্রিল) রাজধানীর দুটি এবং ৮টি বিভাগের হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়া ১,১৩৭ জন রোগীর তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৬৭ জন (৩২.২৭%), ব্যাটারিচালিত অটোরিকশায় ৩৬৫ জন (৩২.১০%), আর চার চাকার যানবাহনে ১১৫ জন আহত হয়েছেন। ২৫.৫০% রোগীর দুর্ঘটনার কারণ নিবন্ধন করা হয়নি।

অধ্যাপক মো. হাদিউজ্জামান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট পরিচালক, বলেছেন, ব্যাটারিচালিত রিকশা ও সিএনজির গতির কারণে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং এর নিয়ন্ত্রণ না করা হলে দুর্ঘটনার হার আরও বাড়বে।

এবারের ঈদে সড়ক দুর্ঘটনা বিশেষত মোটরসাইকেল এবং ব্যাটারিচালিত রিকশার কারণে বাড়লেও, ঢাকা মহানগর এলাকায় সড়ক দুর্ঘটনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে এসব বাহন নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: সমকাল

Nagad