টানা ৯ দিনের ছুটি শেষে সচল অফিস-আদালত ও ব্যাংকপাড়া
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস-আদালত। একই সঙ্গে খুলছে ব্যাংক, বিমা কোম্পানি ও আদালত। যদিও অনেক বেসরকারি প্রতিষ্ঠান এরই মধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে।
আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিসের কার্যক্রম। রমজান মাসে সময়সূচি ছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে ঈদের ছুটি শেষে আবার আগের সময়সূচিতে ফিরেছে সব অফিস।


টানা ছুটি শেষে ঈদের আনন্দ শেষ করে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। শনিবার থেকেই ঢাকায় ফিরেছেন বিপুল সংখ্যক কর্মজীবী। ফলে রাজধানীর রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে উপচেপড়া ভিড় দেখা গেছে।
উল্লেখ্য, চলতি বছরে ঈদুল ফিতর পালিত হয় ৩১ মার্চ। এ উপলক্ষে ৩০, ৩১ মার্চ ও ১ এপ্রিল ছিল সরকারি ছুটি। এরপর নির্বাহী আদেশে ২ ও ৩ এপ্রিল অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। এর আগে ২৮ ও ২৯ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার), আর ঈদের ছুটি শেষে ৪ ও ৫ এপ্রিল পড়ে যায় আরও এক দফা সাপ্তাহিক ছুটির মধ্যে। সব মিলিয়ে মোট ৯ দিন ছুটি উপভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এবার দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসে রাজধানীর অফিসপাড়ায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।