নিজের পরিচালনায় হাতেখড়ি, উদ্বিগ্ন হৃতিক রোশন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫

বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা হৃতিক রোশন এবার ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনায় নাম লেখাতে যাচ্ছেন তিনি। আর এতে বেশ উদ্বিগ্ন বলেও জানিয়েছেন ভক্তদের।

সম্প্রতি জর্জিয়ার আটলান্টায় এক অনুষ্ঠানে অংশ নেন হৃতিক। সেখানেই অনুরাগীদের এক প্রশ্নের জবাবে বলেন, “প্রথমবারের মতো ছবি পরিচালনায় হাত দিতে চলেছি। বিষয়টি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। আমার সেই উদ্বেগ ভাষায় প্রকাশ করা কঠিন। আপনাদের সাহস ও সহযোগিতাই আমাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।”

হৃতিকের পরিচালনায় অভিষেকের বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও প্রবীণ নির্মাতা রাকেশ রোশন। ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করে এক আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, “ডুগ্গু, ২৫ বছর আগে তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। এবার আবার তোমাকে পরিচালক হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে গর্বিত। আমাদের স্বপ্নের প্রজেক্ট ‘কৃশ ফোর’-এর পরিচালকের দায়িত্ব তুমি পালন করবে। নতুন ভূমিকায় তোমার জন্য শুভকামনা রইল।”

রাকেশ রোশনের এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হৃতিককে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অনেকেই বলছেন, “হৃতিক রোশন কেবল পর্দায় নয়, এবার ক্যামেরার পেছনেও মুগ্ধ করবেন।”

উল্লেখ্য, ‘কৃষ’ সিরিজ বলিউডের অন্যতম সফল সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি। সেই সিরিজের পরবর্তী কিস্তির দায়িত্ব এবার ছেলের হাতে তুলে দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করলেন রাকেশ রোশন।

Nagad