পকেটে মোবাইল ফোন বিস্ফোরণ, গোপনাঙ্গসহ নিচের অংশ ঝলসে গেল
ভারতের মধ্যপ্রদেশে পকেটে রাখা মোবাইল ফোন বিস্ফোরণে ১৯ বছর বয়সী এক তরুণের গোপনাঙ্গসহ শরীরের নিচের অংশ পুড়ে গেছে। গত মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অরবিন্দ নামের ওই তরুণ বাজার থেকে সবজি কিনে মোটরবাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে টোল বুথের কাছে হঠাৎ তার প্যান্টের পকেটে রাখা মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তার গোপনাঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শরীরের নিচের অংশে আগুন ধরে যায়। এ সময় ভারসাম্য হারিয়ে চলন্ত বাইক থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।


স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সারঙ্গপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে শাজাপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মোবাইল ফোন বিস্ফোরণে অরবিন্দের গোপনাঙ্গসহ শরীরের নিম্নাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
অরবিন্দের পরিবার জানিয়েছে, কষ্ট করে জমানো টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনেছিলেন তিনি। সেই ফোনটিই তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ালো।