সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে: খাদ্য উপদেষ্টা আলী ইমাম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের কাছে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। তাই দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অলওয়েদার সড়কের পাশে ভাতশালা হাওরে বোরো ধানের জমি পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, গত বন্যায় আমন ধানের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদানি করছে। তবে এবার হাওরসহ সারাদেশে বোরো ধানের বাম্পার ফলন হবে বলে আশা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে খাদ্য উদ্বৃত্ত থাকবে। এছাড়া কৃষক যেন তাদের ফসলের ন্যায্যমূল্য পান, সে বিষয়েও সরকার সচেষ্ট রয়েছে।

আলী ইমাম মজুমদার আরও বলেন, কৃষক ও জিরাতিরা হলো দেশের উন্নয়নের প্রথম সারির সৈনিক। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। তাদের মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত ফসলই আমাদের বিপুল জনগোষ্ঠীর খাদ্য জোগান দেয়।

নদ-নদী ও খালবিলের পানিশূন্যতার প্রসঙ্গে তিনি বলেন, মেঘনাসহ দেশের বড় বড় নদীগুলো এখন নাব্যতা সংকটে পড়েছে। হাওরের খালবিলগুলো শুকিয়ে যাচ্ছে। স্থানীয় পর্যায়ে খাল খননের মাধ্যমে এ সংকট দূর করা সম্ভব। বড় নদীগুলো খননেও সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে হাওর অঞ্চলের কৃষকরা শুধু ধান চাষে সীমাবদ্ধ নেই। তারা এখন ভুট্টা, সবজি চাষ, হাঁস-মুরগি পালন, মাছ চাষসহ নানাবিধ অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। ফলে হাওর এখন একটি সম্ভাবনাময় জনপদে রূপ নিচ্ছে। সরকার হাওরের যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

Nagad

মতবিনিময় সভায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।