ফ্যাসিবাদ কায়েমে ভারতের প্রশ্রয় পেয়েছে হাসিনা সরকার: এ্যানি
বাংলাদেশে গত জুলাইয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও সহিংসতায় ভারত প্রত্যক্ষভাবে মদত দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, হাসিনা একদিনে ফ্যাসিস্ট হননি। গত ১৫-১৬ বছর ধরে যে গুম, খুন চলছে, তারই চূড়ান্ত প্রকাশ ছিল জুলাইয়ের আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানো। এই গণহত্যার পেছনে ভারত রয়েছে।


শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর এলাকার সনাতনী দেবালয়ে স্নান ও হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, ভারত যদি একদল ও এক ব্যক্তিকে প্রশ্রয় না দিতো, তাহলে বাংলাদেশে আজকের এই ফ্যাসিস্ট শাসনের উদ্ভব হতো না। আমরা ভোটের জন্য সংগ্রাম করেছি, কিন্তু ভারতের মদদে এক ব্যক্তি শাসন আমাদের কখনোই কাম্য নয়।
তিনি আরও বলেন, আমরা সংস্কার চাই। আমাদের ৩১ দফা প্রস্তাবে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট, পরপর দুই মেয়াদে প্রধানমন্ত্রিত্ব নিষিদ্ধকরণ, গণমাধ্যম কমিশন, সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্য, এবং বিচার বিভাগের স্বাধীনতার কথা স্পষ্টভাবে বলা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ডা. রত্নদ্বীপ পাল, সাধারণ সম্পাদক মানিক সাহা, পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহা।