যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ইস্যুতে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ নীতির প্রেক্ষাপটে দেশের রপ্তানি খাতে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, শীর্ষ সরকারি কর্মকর্তা, অর্থনীতি ও বাণিজ্য বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে।

এর আগে গত বুধবার (২ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল ৪টায় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্কহার বাড়িয়ে ৩৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতদিন এই হার ছিল গড়ে ১৫ শতাংশ। ফলে রপ্তানিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বিশেষ করে তৈরি পোশাক খাত, যা বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন ডলার রপ্তানি হয়ে থাকে—তাতে সরাসরি প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালে এককভাবে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলার।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “আমরা ঘাটতি কমিয়ে আনার সুযোগগুলো খতিয়ে দেখছি।” তিনি আরও জানান, মার্কিন শুল্ক ইস্যুটি কেবল দ্বিপক্ষীয় নয়, বরং এটি এখন একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকট হয়ে উঠেছে।

Nagad

এ পরিস্থিতিতে আজকের জরুরি সভায় ভবিষ্যৎ করণীয়, বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত বাণিজ্য সম্পর্ক টিকিয়ে রাখা ও রপ্তানিকারকদের স্বার্থ রক্ষার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।