শ্রদ্ধা-সমতা থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করা হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টিকে থাকবে। আধিপত্য বিস্তারের চেষ্টা আর সহ্য করা হবে না।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে রংপুরের কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নামাজের আগে মসজিদে এক সংক্ষিপ্ত বক্তব্যও দেন এনসিপি নেতা।


সারজিস বলেন, এই সমতার সম্পর্কে কেউ আধিপত্য বিস্তার করতে চাইলে, সেই চোখ রাঙানিকে আর মেনে নেওয়া হবে না। শুধু ভারত নয়, সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশের সঙ্গে সম্পর্ক থাকলে সামনের দিকে এগিয়ে যাবে দেশ।
তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের মতোই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও আন্তঃদেশীয় ও আন্তঃঅঞ্চলভিত্তিক আদান-প্রদানের সম্পর্ক গড়ে উঠতে পারে। তবে তা হতে হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানান সারজিস আলম। তিনি বলেন, এই দল মাত্র এক মাস আগে আত্মপ্রকাশ করেছে। কিন্তু আমরা প্রস্তুত চ্যালেঞ্জ নিতে। চেষ্টা করব সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী মনোনয়ন দেওয়ার।
রাজনীতির ধারায় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সারজিস বলেন, “আগে রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা, রাতের আঁধারে কারচুপি করে নির্বাচিত হওয়ার বিষয়। এখন জনগণ ভোটাধিকার ফিরে পাবে। আমরা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই।”
কমিটি গঠন নিয়ে তিনি বলেন, এপ্রিল মাসেই জেলা ও উপজেলা পর্যায়ের কমিটি দেখতে পাওয়া যাবে। কমিটি হবে তরুণ নেতৃত্বনির্ভর, তবে অগ্রজরাও সম্মানজনকভাবে থাকবেন।
যাদের দক্ষতা, গ্রহণযোগ্যতা ও সততা আছে, তারাই নেতৃত্বে আসবে। আমরা তরুণদের সাহস, উদ্যম আর অগ্রজদের অভিজ্ঞতা মিলিয়ে দলকে এগিয়ে নিতে চাই,— বলেন সারজিস।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, মহানগর আহ্বায়ক ইমতিয়াজ ইমতি, সদস্য সচিত রহমত আলীসহ আরও অনেকে।