বিয়ে করলেন অভিনেতা শামীম হাসান সরকার, পাত্রী কে?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার বাস্তব জীবনে বিয়ের পিঁড়িতে বসেছেন। শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজের পর দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা।
শামীম হাসান সরকার নিজেই বিয়ের খবর নিশ্চিত করে বলেন, “এবার আর গল্পে নয়, সত্যি সত্যি বিয়ে করলাম। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বিয়ে হয়েছে।”


তবে স্ত্রীর পরিচয় নিয়ে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, “পাত্রী মিডিয়ার কেউ না। এখনই বিয়ের বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। সময় হলে সবাইকে জানাবো। আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।”
এর আগে একাধিকবার বিয়ের গুঞ্জনে শামীম হাসান সরকার আলোচনায় এলেও তিনি জানিয়েছিলেন, সেসব ছিল কেবল পর্দার গল্প। তবে এবার গুজব নয়, সত্যিই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেতা।
শামীম হাসান সরকার ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘হাই প্রেশার’, ‘এক্স-ইন্ডেক্স’, ‘অ্যাভারেজ আসলাম’সহ অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
প্রসঙ্গত, পাত্রী আফসানা আক্তার প্রীতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর। আট মাস ধরে দুজনের পরিচয়, পরে বিয়েটা পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে।