অতিরিক্ত ভাড়া আদায়: লক্ষ্মীপুরে ৪ পরিবহনকে ৪৩ হাজার টাকা জরিমানা
লক্ষ্মীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে চারটি যাত্রীবাহী পরিবহনকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৪ এপ্রিল) সদর উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।


জানা গেছে, চেয়ার কোচ জোনাকি সার্ভিস, ঢাকা এক্সপ্রেস, ইকোনো ও স্টারলাইন পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছিল যাত্রীদের কাছ থেকে।
জোনাকি সার্ভিস: ২০ হাজার টাকা (অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয় যাত্রীদের), ইকোনো বাস সার্ভিস: ১৫ হাজার টাকা, ঢাকা এক্সপ্রেস: ৪ হাজার টাকা, স্টারলাইন পরিবহন: ৪ হাজার টাকা।
অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার মজিবুর রহমান।
অভিযান চালানো হয় শহরের ঝুমুর, উত্তর স্টেশন এবং বাসটার্মিনাল এলাকায়। অভিযানে অভিযুক্ত বাসগুলো থেকে যাত্রীদের আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
সদর ইউএনও জামশেদ আলম রানা বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই।