তামিম ইকবালের শারীরিক অবস্থা উন্নতির পথে, তবে পুরোপুরি সুস্থ নন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫

দেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল বর্তমানে শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে উঠলেও পুরোপুরি সুস্থ হতে সময় প্রয়োজন। গত ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরে যান তিনি, তবে এখনো চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন। তামিমের চাচা আকরাম খান জানান, তার শারীরিক অবস্থার উন্নতি ঘটলেও তাকে পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বিশ্রাম নিতে হবে।

তামিমের পরিবারের পরিকল্পনা রয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার, তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, তামিমের শরীর যদি ফিট না হয়, তাহলে দীর্ঘ ভ্রমণ করা তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই আপাতত বাইরের চিকিৎসা পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত মাসের শেষ সপ্তাহে ঢাকা প্রিমিয়ার লিগের এক ম্যাচের সময় মাঠে দুইবার স্ট্রোক করেন তামিম ইকবাল। এরপর সাভারের একটি হাসপাতালে ভর্তি হয়ে তার হার্টে একটি রিং পরানো হয়। পরে তিনি ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন।

তামিমের দ্রুত সুস্থতার জন্য দেশের ক্রিকেটপ্রেমীরা তার পাশে আছেন এবং তাকে ভালোবাসা জানাচ্ছেন।