সংস্কার, নির্বাচন ও বিচারের সম্মিলিত রোডম্যাপ চাই: ব্যারিস্টার ফুয়াদ
সংস্কার, নির্বাচন ও বিচারের সম্মিলিত রোডম্যাপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সংস্কার, নির্বাচন ও বিচারের সম্মিলিত একটি রোডম্যাপ চাই।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।


ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমাদের নির্বাচনের প্রয়োজন আছে সংস্কারের জন্য, সংস্কারের প্রয়োজন আছে নির্বাচনের জন্য। আবার সুষ্ঠু বিচার নিশ্চিতের মাধ্যমেই এই দুটোর বাস্তবায়ন সম্ভব।
তিনি আরও বলেন, বাংলাদেশ ২৪-এর গণঅভ্যুত্থানে রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের দুটি অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একদিকে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর আন্দোলন-সংগ্রাম, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির তরুণদের ত্যাগ—দুই পক্ষের দাবিই ন্যায্য।
অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের ফল। আমি মনে করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর সফল গভারনেন্সের আরেকটি অধ্যায় হতে পারে ড. ইউনূসের নেতৃত্ব। এটি সবার ঐক্যমতের ভিত্তিতে নির্ধারিত হতে হবে।
তিনি সরকারের প্রতি সংস্কার, বিচার ও নির্বাচনের সম্মিলিত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান।