চার দিনে কত আয় করল সালমান খানের ‘সিকান্দার’?
বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’ মুক্তির পর প্রথম চার দিনে বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি।
প্রথম তিন দিনে সিনেমাটি মোট ৮২.১৭ কোটি রুপি আয় করেছিল। তবে চতুর্থ দিনে, অর্থাৎ বুধবার (২ এপ্রিল), এর আয় হ্রাস পেয়ে মাত্র ৯ কোটি রুপি হয়, যা তৃতীয় দিনের তুলনায় প্রায় ৫৫ শতাংশ কম। ফলে চার দিনের মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯১ কোটি রুপি।


সিনেমাটি ঈদের আগে ৩০ মার্চ মুক্তি পায়। প্রথম দিন এটি আয় করে ২৬ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় হয় ২৯ কোটি রুপি, এবং তৃতীয় দিন ১৯.৫০ কোটি রুপি। তবে চতুর্থ দিনে বড় ধরনের ধাক্কা খেয়েছে ছবিটি।
বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, ‘সিকান্দার’-এর পুরোনো ধাঁচের গল্প, প্রচারের ঘাটতি ও দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার কারণে সিনেমাটি প্রত্যাশিত আয় করতে পারছে না। ধারণা করা হচ্ছে, এটি ভারতীয় বক্স অফিসে মোট ১৩০ কোটি রুপি আয় করতে পারে, যা সালমান খানের মতো বড় তারকার জন্য আশানুরূপ নয়।
‘সিকান্দার’ সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস এবং প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। এছাড়া কাজল আগরওয়াল ও শারমান যোশী গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।