‘গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা হলো সাম্য, মানবিক মর্যাদা ও সুশাসন নিশ্চিত করা’

মোংলা (বাগেরহাট প্রতিনিধি):মোংলা (বাগেরহাট প্রতিনিধি):
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার তথা সুশাসন নিশ্চিত করতে হবে। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা অকাতরে তাদের জীবন উৎসর্গ করেছেন। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। অন্তর্ভুক্তিমূলক ও স্থায়িত্বশীল উন্নয়নে আইনের শাসন, সম্প্রীতি ও মানবিক মোংলা প্রতিষ্ঠায় সবার সঙ্গে কাজ করতে চান তিনি।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৫টায় মোংলার মিঠাখালী বাজারে ‘মোংলা নাগরিক সমাজ’-এর আয়োজনে নাগরিক সংবর্ধনার জবাবে সংবর্ধিত প্রধান অতিথি, নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মোংলা নাগরিক সমাজ’-এর আহ্বায়ক, সাংবাদিক ও পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ। এতে আরও বক্তব্য রাখেন মোংলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুস্তুম আলী, মোংলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু হানিফ, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, মোংলা টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. সেলিম, মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. অসিত বসু, ব্যাংকার জহির আহমেদ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এ মামুন, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, উপকূলীয় নারীনেত্রী কমলা সরকার, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ তুহিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোংলার কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও খ্যাতিমান আইনজীবী নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। আমরা এমন কোনো কাজ করবো না, যাতে শহীদদের আত্মা কষ্ট পায়। দেশের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে ‘মোংলা নাগরিক সমাজ’-এর আহ্বায়ক মো. নূর আলম শেখ বলেন, “রাষ্ট্র মেরামতে সংস্কার কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে। দেশে যাতে আর কোনোদিনও ফ্যাসিবাদী মতাদর্শ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেজন্য গণঅভ্যুত্থানের অংশীজনদের সতর্ক থাকতে হবে।”

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

Nagad

শেষে প্রধান অতিথি সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামানের সম্মানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।