সেই জাঙ্গালিয়ায় বাস-মাইক্রো সংঘর্ষে নিহত বেড়ে ১০
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও দুটি হাইয়েস মাইক্রোবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে সাতজন মারা যান, আর হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ইন্সপেক্টর (অপারেশন্স) মো. জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনজনের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।


দুর্ঘটনার বিবরণ
বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়ি হয়ে গেলে বিপরীত দিক থেকে আসা দুটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।
প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে বাসের সংঘর্ষ হয়, পরে পেছন থেকে আরেকটি মাইক্রোবাস ধাক্কা দিলে হতাহতের সংখ্যা বাড়ে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছে।
এর আগে, সোমবার (১ এপ্রিল) একই এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।