ব্রাজিল কোচ দরিভাল বরখাস্ত, আনচেলত্তির নাম শোনা যাচ্ছে
ব্রাজিলিয়ান ফুটবলের বাজে পারফরম্যান্সের কারণে কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF)। আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের বড় পরাজয়ের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এক বিবৃতিতে CBF জানিয়েছে—দরিভাল জুনিয়র আর ব্রাজিল দলের কোচ নন। আমরা তার অবদানের জন্য কৃতজ্ঞ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। নতুন কোচের সন্ধানে কাজ শুরু করেছে বোর্ড।


দরিভালের পারফরম্যান্স
২০২৪ সালে জানুয়ারিতে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিল কোচ হিসেবে দারুণ শুরু করে দরিভাল। তবে দ্রুতই ফুরিয়ে যায় দরিভাল জাদু।
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় আর বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থতার পর তাকে বেশ সমালোচনায় পড়তে হয়। তখন থেকেই তার বিদায়ের সমালোচনা শুরু হয়। আর আর্জেন্টিনার বিপক্ষে হার যেন শেষ পেরেক ঠুকে দিলো।
কোচ হিসেবে ১৬ ম্যাচে ৭ জয় এবং ৭ ড্রয়ের পর ২টিতে হেরেছে ব্রাজিল।
এদিকে দরিভালের বিদায়ের পর এখন ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে জোরের সঙ্গে শোনা যাচ্ছে রিয়ালের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির নাম। পাশাপাশি বিকল্প হিসেবে আছেন পর্তুগিজ কোচ হোর্হে জেসুসও। তবে শেষ পর্যন্ত কে কোচ হবেন, সেটা জানতে আরও অপেক্ষা করতে হবে।
কে ব্রাজিলের নতুন কোচ হবেন, তা জানতে ফুটবলপ্রেমীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।