স্যামসাং সিইও হান জং-হি মারা গেছেন
স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভাইস চেয়ারম্যান হান জং-হি মঙ্গলবার (২৫ মার্চ) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
হান ২০২২ সাল থেকে স্যামসাংয়ের ডিভাইস এক্সপেরিয়েন্স (ডিএক্স) ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন, যেখানে মোবাইল ফোন, টেলিভিশন এবং গৃহস্থালি যন্ত্রপাতি অন্তর্ভুক্ত ছিল। তার আকস্মিক মৃত্যু দক্ষিণ কোরিয়ার করপোরেট জগতে গভীর শোকের সৃষ্টি করেছে।


স্যামসাং এক বিবৃতিতে হানের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, তার ৩৭ বছরের কর্মজীবনে স্যামসাংয়ের টিভি ব্যবসা এবং ডিজিটাল অ্যাপ্লায়েন্স ব্যবসার প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
এছাড়া, হানের মৃত্যু এমন এক সময় এসেছে যখন স্যামসাং বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে অ্যাপল ও চীনা নির্মাতা শাওমির প্রতিদ্বন্দ্বিতার মুখে রয়েছে।