সাবেক চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

৭০ কোটি টাকারও বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং তার স্ত্রী জিনাত পারভীন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি পৃথক মামলা দায়ের করেছে।

আজ সোমবার (২৪ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

আক্তার হোসেন বলেন, সাবেক চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে ৫৭ কোটি টাকারও বেশি সম্পদ অর্জন এবং তার সংশ্লিষ্ট আটটি ব্যাংক হিসাবে ২৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তার স্ত্রী জিনাত পারভীন চৌধুরীর বিরুদ্ধে ১৩ কোটি ৮১ লাখ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।