নাম পরিবর্তন হচ্ছে না মঙ্গল শোভাযাত্রার, দুদিনব্যাপী বৈশাখ উদযাপন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

নাম পরিবর্তন হচ্ছে না মঙ্গল শোভাযাত্রার। এবারের পহেলা বৈশাখ উদযাপন হবে দুই দিনব্যাপী।

সোমবার (২৪ মার্চ) সকালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে পহেলা বৈশাখের আয়োজন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পহেলা বৈশাখ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করেন অংশীজনরা।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সাংবাদিকদের জানান, এবারের বর্ষবরণের শ্লোগান হবে- “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান”। তিনি আরও জানান, দুদিনব্যাপী নববর্ষের উৎসবে পহেলা বৈশাখের পাশাপাশি চৈত্র সংক্রান্তির আয়োজনও থাকবে।

তবে, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি, বলে জানান উপদেষ্টা।