চেক প্রতারণার মামলা, সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

চেক প্রতারণার মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জিয়াদুর রহমান এই আদেশ দেন।

এদিন মামলাটিতে সাকিবকে গ্রেপ্তারে পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত ছিল। কিন্তু তিনি দেশের বাইরে থাকায় বাদীপক্ষ তার সম্পদ ক্রোকের আবেদন করে। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

গত ১৯ জানুয়ারি এই মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে পরোয়ানা তামিলের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

এর আগে, চেক প্রতারণার অভিযোগে গত ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত সেদিন আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি ২০১৭ সালে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে দেড় কোটি টাকা ঋণ নেয়। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ নোটিশ দেয়। এরপর অ্যাগ্রো ফার্ম লিমিটেড ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর ৪ কোটি ১৪ লাখ টাকার দুটি চেক প্রদান করে, যা পর্যাপ্ত টাকা না থাকায় প্রত্যাখ্যান হয়। পরে ব্যাংকের পক্ষ থেকে আইনি নোটিশ দেওয়া হলেও টাকা পরিশোধ না করায় গত ১৫ ডিসেম্বর ব্যাংক কর্তৃপক্ষ মামলা দায়ের করে।

Nagad

এ মামলায় আদালত সাকিব আল হাসান ও অ্যাগ্রো ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অপর আসামি মালাইকার বেগম মারা গেছেন বলে আদালতকে জানানো হয়, এবং তার মৃত্যু-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।