প্রধান উপদেষ্টার চীন সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে: চীনের রাষ্ট্রদূত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আসন্ন বেইজিং সফরে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতে পারে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রবিবার (২৩ মার্চ) দুপুরে চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান। তিনি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন।

চীনের রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বেইজিং সফরে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। এটি বাংলাদেশ ও চীনের সম্পর্কের ৫০ বছর পূর্তির উদ্‌যাপনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। তিনি আরও জানান, সফরের সফলতা নিয়ে তাদের মধ্যে নিবিড়ভাবে কাজ চলছে এবং এটি অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে।

এ বছর দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্ণ হবে, এবং এই সফর সেই সম্পর্কের উদ্‌যাপনের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। যুক্তরাষ্ট্র, ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রয়েছে এই সফরের দিকে, তবে রাষ্ট্রদূত জানান, এটি শুধুমাত্র বাংলাদেশ-চীনের সম্পর্কের উন্নতির জন্য হবে।

এছাড়া, ২৬ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে চীন যাচ্ছেন।

Nagad