ঈদের ট্রেনযাত্রা শুরু, আজ বিক্রি হচ্ছে ফিরতি ৩ এপ্রিলের টিকিট
আসন্ন ঈদুল ফিতরের ট্রেনযাত্রা আজ থেকে শুরু হয়েছে। সোমবার ভোর ৬টার পর ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, যার মাধ্যমে ঈদের ট্রেনযাত্রা উদ্বোধন হলো। একইসঙ্গে বাংলাদেশ রেলওয়ে ঈদের পরবর্তী ফিরতি ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ বিক্রি হচ্ছে ৩ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট।
সাধারণ যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। যারা আজ যাত্রা করবেন, তাদের অগ্রিম আসনের টিকিট গত ১৪ মার্চ থেকে বিক্রি শুরু হয়েছিল। টিকিট বিক্রির কার্যক্রম গত ২০ মার্চ পর্যন্ত চলেছে।


কর্মপরিকল্পনায় জানানো হয়েছে, বিনা টিকিটের যাত্রীদের প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা এবং অন্যান্য বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি, র্যাব এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় প্রহরা ব্যবস্থা করা হবে। এছাড়া নাশকতা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈদের সময় ট্রেনের সেলুনকার সংযোজনও বন্ধ থাকবে এবং জয়সদেবপুর ও বিমানবন্দর স্টেশন থেকে কিছু ট্রেনে টিকিট ইস্যু করা হবে না।
এদিকে আজ সকাল ৮টা থেকে ফিরতি টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে, যা রাত ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের জন্য খুলবে। এছাড়া রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে যে, ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে এবং কোনো রিফান্ড সুযোগ থাকবে না।
আগামী দিনগুলোর বিক্রির সময়সূচি:
২৫ মার্চ: ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ: ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ: ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ: ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ: ৮ এপ্রিলের টিকিট, ৩০ মার্চ: ৯ এপ্রিলের টিকিট।
এবারের ট্রেনযাত্রা নিশ্চিত করতে রেলওয়ের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।