বাণিজ্য মেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত হবে ঈদের জামাত: স্থানীয় সরকার উপদেষ্টা
আগামী পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত আগারগাঁওস্থ বাণিজ্য মেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (২৩ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বুড়িগঙ্গা হলে “আগারগাঁওস্থ পুরাতন বাণিজ্য মেলার খালি জায়গায় ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতিমূলক সভা” শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, সুলতানি আমলের ঐতিহ্য ধরে রেখে এবারের ঈদ নতুনভাবে উদযাপিত হবে। ব্যক্তি কিংবা পরিবারকেন্দ্রিক ঈদের পরিবর্তে এবার ঈদ আনন্দ হবে সমবেতভাবে।
তিনি আরও জানান, সময় স্বল্পতার কারণে এবার সারাদেশে একযোগে ঈদ আনন্দ র্যালি, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে তা বাস্তবায়ন করা হবে।
উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই নতুন সম্মিলিত ঈদ উদযাপনে সকলকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান তিনি।
এই প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।