সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাট জব্দ, ২ কোটি টাকা অবরুদ্ধ
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করে ঢাকার বনানীতে থাকা তার ৩ হাজার ১১৫ বর্গফুটের ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছে আদালত। এর মূল্য ৩০ লাখ ৫১ হাজার টাকা দলিলভিত্তিক।
এছাড়া, তার পাঁচটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে মোট ২ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ৪৫৮ টাকা জমা রয়েছে।


রোববার (২৩ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত গ্রহণ করে।
আদালত সূত্রে জানা গেছে, মেহের আফরোজ চুমকির নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে এবং এসব সম্পদ হস্তান্তর বা মালিকানা পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে, যা মামলার সুষ্ঠু তদন্তে বাধা সৃষ্টি করতে পারে। এ কারণে, তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা আবশ্যক বলে আদালত অভিমত প্রকাশ করেছে।