এসএসসি পরীক্ষা: ১৪৪ ধারা, কোচিং বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা জারি
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে। এরপর ১৫ থেকে ২২ মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় একগুচ্ছ নির্দেশনা জারি করেছে। এতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি, ফটোকপি মেশিন বন্ধ রাখা এবং লিখিত পরীক্ষা চলাকালীন ৩৪ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


নির্দেশনাসমূহ:
পরীক্ষার্থীদের জন্য:
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
দেরিতে এলে রেজিস্টারে নাম, রোল ও কারণ উল্লেখ করতে হবে।
৩০ মিনিট পর কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
প্রশ্নপত্র ও নিরাপত্তা:
পরীক্ষাকেন্দ্রে শুধুমাত্র কেন্দ্রসচিব নির্দিষ্ট মডেলের ফোন ব্যবহার করতে পারবেন।
প্রশ্নপত্র বহনে কালো কাঁচযুক্ত মাইক্রোবাস ব্যবহার নিষিদ্ধ।
প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহনে ট্যাগ অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক।
আইনশৃঙ্খলা ব্যবস্থা:
পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে।
ফটোকপি মেশিন পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁস গুজব ছড়ানো কঠোরভাবে নজরদারি করা হবে।
কোচিং সেন্টার:
১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সারাদেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
অন্যান্য ব্যবস্থা:
প্রশ্নপত্র ফাঁস বা উত্তর সরবরাহে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিটি বিষয়ের উত্তরপত্র দ্রুত ডাক বিভাগে পাঠাতে হবে।
এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে সরকার।