স্ত্রীসহ ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা সালাহ আল-বারদাউইল নিহত
ইসরায়েলের বর্বর হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। নিহত ওই হামাস নেতার নাম সালাহ আল-বারদাউইল।
রোববার (২৩ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে জানা গেছে, গাজার খান ইউনিস শহরে নিজেদের তাঁবুতে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন।


কুদস নিউজ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিস শহরের পশ্চিমাঞ্চল আল-মাওয়াসি এলাকায় তারা নিহত হন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী গাজার উপত্যকায় ভয়াবহ ও ব্যাপক বিমান হামলা চালিয়েছে। বিশেষ করে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস ছিল প্রধান লক্ষ্যবস্তু।
আল জাজিরার রিপোর্টার তারেক আবু আযম বলেছেন, এখানকার পরিস্থিতি এখনও সংকটজনক। আমি যখন কথা বলছি, তখনও মধ্য গাজায় ইসরায়েলি ড্রোনগুলোর উড্ডয়নের শব্দ শুনতে ও দেখতে পাচ্ছি।
সম্প্রতি ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজার ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকা, হাসপাতাল, স্কুল এবং মসজিদে হামলা শুরু করেছে। এতে করে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে সংঘর্ষের মাত্রা আরও বেড়ে গেছে।
ইসরায়েলের অব্যাহত হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতালগুলো তীব্র সংকটে পড়েছে। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও শয্যার অভাবে চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।
মেমাদানি হাসপাতালের এক চিকিৎসক জানান, জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাবে অনেক রোগীকে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। আহতদের সামলাতে আমরা হিমশিম খাচ্ছি।
গাজার এই মানবিক সংকটের মধ্যে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।