প্রাথমিক শিক্ষার মান না বাড়ায় উদ্বেগ গণশিক্ষা উপদেষ্টার
প্রাথমিক শিক্ষার ভৌত অবকাঠামোর উন্নয়ন দৃশ্যমান হলেও শিক্ষার মান আশানুরূপ বাড়ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
শনিবার (২২ মার্চ) ময়মনসিংহের টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় বিনামূল্যে বই, উপবৃত্তি ও অন্যান্য সুবিধা দেওয়া হলেও অভিভাবকরা কেন তাদের সন্তানদের কিন্ডারগার্টেন ও মাদরাসায় ভর্তি করছেন, সেটি নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে।


তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমাদের লক্ষ্য হওয়া উচিত শিশুদের মাতৃভাষায় দক্ষ করা, যাতে তারা লিখতে, পড়তে, বলতে ও গণনা করতে পারে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে সামাজিক বৈষম্য দূর হবে।
সভায় বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, জেলা প্রশাসক মফিদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।