লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫

ছবি; আল জাজিরা।

লেবানন থেকে ইসরায়েলের সীমান্তে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবানন থেকে ছোড়া তিনটি রকেট প্রতিহত করেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, লেবানন থেকে কমপক্ষে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। এর মধ্যে তিনটি প্রতিহত করা হয়েছে এবং দুটি লেবাননের ভেতরেই পড়েছে।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী পাল্টা হামলা চালিয়ে দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করছে। তবে এখন পর্যন্ত এ সংঘাতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠনও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার (২১ মার্চ) রাতে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই এটি ধ্বংস করা সম্ভব হয়েছে।

হুথি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান, তারা তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

Nagad

গত ৪৮ ঘণ্টায় এটি তাদের তৃতীয় হামলা। হুথিরা আরও দাবি করেছে, তারা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর একাধিক হামলা চালিয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

গাজায় চলমান যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনা

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালায়, যেখানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হুথি বিদ্রোহীরা ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তারা জানিয়েছে, যতদিন ফিলিস্তিনের ওপর আগ্রাসন চলবে, ততদিন তারা তাদের আক্রমণ অব্যাহত রাখবে।