এআইয়ের মাধ্যমে শনাক্ত গুলিবর্ষণকারী, গ্রেপ্তার আনসার সদস্য ওমর ফারুক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৫

ছবি সংগৃহীত। ভিডিও ফুটেজে রাজু আহমেদকে গুলি করার দৃশ্য। ইনসেটে এআই প্রযুক্তিতে শনাক্ত আনসার সদস্য ওমর ফারুক।

রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলি চালিয়ে আন্দোলনকারী রাজু আহমেদকে হত্যার ঘটনায় সাবেক আনসার সদস্য ওমর ফারুককে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রথমবারের মতো এআই প্রযুক্তি, ফেস ডিটেকশন এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ব্যবহার করে তাকে শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ১৯ জুলাই মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় আন্দোলনের সময় রাজুকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে, এআই প্রযুক্তি ব্যবহার করে এবং নির্বাচন কমিশনের ডাটাবেসে থাকা এনআইডির ছবির সঙ্গে মিলিয়ে ওমর ফারুককে শনাক্ত করা হয়। এরপর তাকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সূত্রে জানা গেছে, একই পদ্ধতিতে আরও কয়েকজন গুলিবর্ষণকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ওমর ফারুক আনসারের চাকরি ছেড়ে কক্সবাজারে গিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছিলেন। সেখান থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে ওমর ফারুক স্বীকার করেছেন, নিরস্ত্র রাজুকে গুলি করা তার ঠিক হয়নি।

জুলাই-আগস্টের গণ-আন্দোলনে গুলি চালানোর ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১৪০০টি মামলা করেছে এবং প্রায় ১০৪৯ জনকে আসামি করেছে। পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা আত্মগোপনে রয়েছেন, অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন বলে সূত্র জানায়।

Nagad

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গুলিবর্ষণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে এআই প্রযুক্তি ব্যবহার অব্যাহত থাকবে। সূত্র; আমাদের সময়।