বৃষ্টি শঙ্কার মধ্যে কলকাতায় আজ শুরু হচ্ছে আইপিএল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৫

১৮তম আসরের মধ্য দিয়ে আবারও কলকাতার ইডেন গার্ডেন্স থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে আইপিএল। ২০০৮ সালে ঠিক এখান থেকেই শুরু হয়েছিল টুর্নামেন্টটি, যেখানে ব্রেন্ডন ম্যাককালামের ১৫৮* রানের ঐতিহাসিক ইনিংস এখনও ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে আছে।

তবে এবারের আসরের উদ্বোধনী ম্যাচে ব্যাট-বলের ঝড়ের চেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতির ঝড়। কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বৃষ্টির শঙ্কা, ম্যাচের ভাগ্য কী হবে?
কলকাতার আবহাওয়া অফিস শনিবার ‘কমলা সতর্কতা’ জারি করেছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে আগের দিন অনুশীলন করতে পারেননি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) খেলোয়াড়রা।

আইপিএলের ইতিহাসে উদ্বোধনী ম্যাচ কখনও বৃষ্টিতে পরিত্যক্ত হয়নি। কিন্তু আজ বৃষ্টি হলে প্রথমবারের মতো এমন কিছু ঘটতে পারে। নিয়ম অনুযায়ী, ম্যাচটি কমপক্ষে পাঁচ ওভারের হতে হবে, যা রাত সাড়ে ১১টার মধ্যে শুরু না হলে বাতিল হয়ে যাবে।

নতুন নেতৃত্বে দুই দল
গতবার শ্রেয়াস আয়ারের অধিনায়কত্বে শিরোপা জিতেছিল কেকেআর, তবে এবার তার জায়গায় দায়িত্ব পেয়েছেন আজিঙ্কা রাহানে। অন্যদিকে, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বেও পরিবর্তন এসেছে। ফ্যাফ ডু প্লেসিসের জায়গায় এবার দলকে নেতৃত্ব দেবেন রজত পাতিদার।

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর): রহমানউল্লাহ গুরবাজ, কুইন্টন ডি কক, সুনিল নারিন, আন্দ্রে রাসেলদের নিয়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই শক্তিশালী।

Nagad

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি): বিরাট কোহলির অভিজ্ঞতার সঙ্গে দেবদূত পাড্ডিকাল, জিতেশ শর্মা ব্যাটিং সামলাবেন। বোলিং বিভাগে আছেন ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড।

বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা কতটা সম্ভব হবে, সেটাই এখন বড় প্রশ্ন।