হজ-ওমরাহর টিকিট সিন্ডিকেট বন্ধে কঠোর ব্যবস্থা: ধর্ম উপদেষ্টা
হজ ও ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, সিন্ডিকেট করে গ্রুপ টিকিট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রির সুযোগও থাকবে না।
শুক্রবার (২১ মার্চ) কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


ধর্ম উপদেষ্টা বলেন, এখন থেকে টিকিট বুক করতে হলে সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর ব্যবহার করতে হবে। টিকিট ইস্যু করার জন্য সর্বোচ্চ তিনদিন সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু না হলে, টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
তিনি আরও বলেন, “গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ-ত্রিগুণ দামে বিক্রি করার সুযোগ আর থাকবে না। এই সমস্যা সমাধানে ইতোমধ্যে নীতিমালা তৈরি করা হয়েছে।”
কক্সবাজারের সম্প্রীতির আবহ তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, “এখানে বহুদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। মসজিদটি ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দেবে।”
মডেল মসজিদটিতে একসঙ্গে ১,১০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মহিলাদের জন্য আলাদা ওজুখানা ও নামাজের ব্যবস্থা, দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ, গাড়ি পার্কিং, মৃতদেহ গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, পাঠাগার, ইসলামিক ফাউন্ডেশনের অফিস ও ইমাম প্রশিক্ষণের সুযোগ রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নিজাম উদ্দিন আহমেদ, ঈদগাহ মসজিদের খতিব হাফেজ মাওলানা সোলায়মান কাসেমীসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।