নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ২

নরসিংদী সংবাদদাতা:নরসিংদী সংবাদদাতা:
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুরো গ্রামে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের মতে, চাঁনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সঙ্গে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসু মেম্বারের দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। গত ৫ আগস্ট বিএনপি নেতা সামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকা ছেড়ে চলে যান এবং সম্প্রতি ফিরে আসেন। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

শুক্রবার ভোরে আওয়ামী লীগ নেতা সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় ফিরতে গেলে বিএনপি নেতা সামসু মেম্বারের অনুসারীরা বাধা দেন। এ সময় দুই পক্ষ টেঁটা, বল্লম, দা, ছুরি ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আমিন (২৩) ও ছুরিকাঘাতে বাশার (৩৫) নিহত হন।

রায়পুরা থানার ওসি আদিল মাহামুদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুজন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এ ঘটনার পর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Nagad