শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আনন্দে আছি: ন্যান্সি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

ছবি : ন্যান্সির ফেসবুক পেজ থেকে নেওয়া

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ছবি তুলে আলোচনায় এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।

এরপর আরেকটি পোস্টে তিনি লেখেন, আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনীর দোসরদের বুকে। ঘুমাতে গেলাম। তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ন্যান্সি বলেন, এবারের ঈদ আমার জন্য বিশেষ আনন্দের। কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি, মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি।

এর আগেও ন্যান্সি আওয়ামী লীগের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন। এবার ধানমন্ডি ৩২ নম্বরের সামনে গিয়ে ছবি তুলে এবং সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি আরও স্পষ্টভাবে নিজের রাজনৈতিক অবস্থান প্রকাশ করলেন। তার এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।