পরবর্তী বাজেট হবে বাস্তবসম্মত ও যৌক্তিক: অর্থ উপদেষ্টা
২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবসম্মত ও যৌক্তিক হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বাস্তবসম্মত এবং স্থানীয় চাহিদা-ভিত্তিক প্রকল্পগুলোকেই অগ্রাধিকার দেওয়া হবে। অতীতের মতো বিলিয়ন ডলারের বিশাল প্রকল্প নেওয়া হবে না, কারণ এসব প্রকল্প কাঙ্ক্ষিত ফলাফল আনতে ব্যর্থ হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এক প্রাক-বাজেট সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অর্থ উপদেষ্টা বলেন, শিল্প খাতের সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ওপর গুরুত্ব দেওয়া হবে। বাজেট সম্পূর্ণ নতুন কাঠামোর অনুসারী না হলেও এটি এমনভাবে প্রণয়ন করা হচ্ছে যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক সরকার এটি বাতিল করতে না পারে।
ড. সালেহউদ্দিন জানান, তারা দীর্ঘমেয়াদী সংস্কারের চেয়ে স্বল্পমেয়াদী অর্থনৈতিক সংস্কারের ওপর বেশি গুরুত্ব দেবেন। সীমিত সম্পদের কারণে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বেশি বিনিয়োগের পরিকল্পনা করা হচ্ছে।
বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এটি এড়ানো সম্ভব নয়, তাই যথাযথ প্রস্তুতি নিতে হবে। দেশকে প্রতিযোগিতামূলক অর্থনীতির দিকে এগিয়ে নিতে দক্ষতা উন্নয়নসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি টাস্কফোর্স কাজ করছে।