তৃতীয়বারের পরীক্ষায় সফল, বোলিংয়ে ফিরতে বাধা নেই সাকিবের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৫

সাকিব আল হাসান। সংগৃহীত ছবি

বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান অবশেষে বোলিং অ্যাকশনের বৈধতা পেলেন। ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় সফল হয়ে তিনি এখন যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং করতে পারবেন।

গত বছর ইংলিশ কাউন্টি দল সারের হয়ে বোলিং করতে গিয়ে তাঁর অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। এরপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। প্রথমবার লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দ্বিতীয়বার চেন্নাইয়ে পরীক্ষা দেন, কিন্তু সেখানেও ব্যর্থ হন। অবশেষে ৯ মার্চ লাফবোরোতে দেওয়া তৃতীয় পরীক্ষায় সাফল্য পান তিনি।

সর্বশেষ পরীক্ষায় সাকিব মোট ২২টি ডেলিভারি করেছিলেন, যার প্রায় সবই বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। দু-একটি ডেলিভারিতে সামান্য ত্রুটি থাকলেও তা বড় কোনো সমস্যা হিসেবে ধরা হয়নি।

২৭ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডে অবস্থান করে সারের অনুশীলন ক্যাম্পে অংশ নেন সাকিব। কিয়া ওভালে ব্যাটিং ও বোলিং অনুশীলনের পাশাপাশি জিম সেশনেও নিয়মিত ছিলেন। সারে দল তাঁকে দলে নিতে চায়, এবং এই পরীক্ষায় পাস করায় তাঁদের পরিকল্পনা আরও এগিয়ে যেতে পারে।